ভালুকায় গাছের নিচে চাপা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

তমাল কান্তি সরকার,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মরা আম গাছের নিচে চাপা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মল্লিকবাড়ী বাজারে। ভালুকা মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্বার করেছেন।

জানা যায়, মল্লিকবাড়ী বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতিলিঃ এর বার্ষিক বনভোজন উপলক্ষে পুরস্কার বিতরনও সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হওয়ার পুর্ব মহুর্তে মল্লিকবাড়ী বাজার গো-হাটা মঞ্চের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করে একটি মরা আমগাছ ভেঙ্গে পড়ে ওই গাছের নিচে চাপা পড়ে গান শোনার জন্য অপেক্ষায় বসে থাকা মল্লিকবাড়ী ইউনিয়নের গোবদিয়া গ্রামের সূর্যত আলীর ছেলে কাঠ মেস্ত্রী নাছির উদ্দিন (৩৩) মল্লিকবাড়ী বাজার পাল পাড়ার মৃত: আব্দুর রহমানের ছেলে কাঠ মেস্ত্রী শহিদ (৩৫) আহত হন। আহতদের স্থানীয়রা উদ্বার করে ভালুকা ৫০শয্যা সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নাছিরকে মৃত ঘোষনা করেন ও শহিদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। শহিদকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে রাস্তায় শহিদ মারা যান।

মল্লিকবাড়ী বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জানান, অনুষ্ঠান শুরু হওয়ার পূর্ব মহুর্তে এ দূর্ঘটনা ঘটে তারপর অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন,ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইন,সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান প্রমূখ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা একটি দূর্ঘটনা পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ উদ্বার করে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।