চন্দনাইশে ১ বসত ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

সময় সংবাদ ডেস্কঃচট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১টি বসত ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ২২ ফেব্রুয়ারী সোমবার গভীর রাতে চন্দনাইশ দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের নাছির মোহম্মদ পাড়া এলাকার আওয়ামী কৃষকলীগের সভাপতি হাজী হারুনের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাড়ীর মালিক আগুনের সুত্রপাত সম্পর্কে অবগত নয় বলে জানান। আগুনে পুড়ে যাওয়া বাড়ীর মালিক হাজী হারুন জানান,,গভীর রাতে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়লে টের পেয়ে ঘর থেকে পরিবার পরিজন নিয়ে বাহির হয়ে আগুন আগুন চিৎকার করলে প্রতিবেশীরা সাড়া দিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আসবাব পত্র সহ পরিবারের স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের যাবতীয় স্কুল কলেজের সনদ জাতীয় পরিচয় পত্র জন্মনিবন্ধন জায়গা-জমির দলিল এবং প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক হাজী হারুন। স্থানিয় মেম্বার জামালউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আল আমিন জানান, অগ্নিকান্ডের বিষয়ে তাদেরকে কেউ অবগত করে নাই বিধায় অগ্নিকান্ডের বিষয়ে তারা জানেন না।