শ্রীপুরে কভার্ডভ্যান চালকের হাতে বাস চালক খুন! আটক-১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ সময় সংবাদ ডেস্কঃগাজীপুরের শ্রীপুরে কভার্ডভ্যান চালকের হাতে শাহজাহান (৩৬) নামে এক বাস চালক খুন হয়েছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের ওই কভার্ডভ্যান চালককে আটক করেছে থানা পুলিশ। নিহত শাজাহান গাজীপুরের কাপাসিয়া থানার বরুন গ্রামের আব্দুল সালামের ছেলে। তিনি শ্রীপুরের পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামের আমান টেক্সটাইলের স্টাফ বাস চালক ছিলেন। আটক কভার্ডভ্যান চালক রফিকুল ইসলাম (২৭) বরিশাল জেলার মৌলাদী থানার চর নাজিরপুর গ্রামের মানিক শিকদারের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের পিতার দায়ের করা একটি এজাহার মামলা আকারে নেয়া হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন। থানায় দায়ের করা এজাহার সুত্রে জানা যায়, শাজাহান শ্রীপুর এলাকায় ভাড়া থেকে স্থানীয় আমান টেক্সটাইলে শ্রমিকবাহী বাস চালাতেন। বৃহস্পতিবার বিকেলে পরিচিত বাস চালক কামাল হোসেনের সাথে গড়গড়িয়া মাস্টারবাড়ী হাজী পাম্পে গ্যাস নিতে যান। তাদের বাসটি গড়গড়িয়া বাসস্ট্যান্ডের স্পিড ভেকারে পৌঁছা মাত্রই বাম পাশ দিয়ে একটি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৮৬৫৭) তাদের বাসকে চাপ দেয়। এতে কাভার্ডভ্যানের লোকিং গ্লাস ভেঙে যায়। পরে কভার্ডভ্যানে থাকা রফিকুল ইসলাম ও টিটু মিয়া তাঁদের সাথে উত্তেজিত হয়ে একপর্যায়ে শাজাহানকে বাস থেকে নামিয়ে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। মারধরের পর কভার্ডভ্যানটি নিয়ে ময়মনসিংহের দিকে চলে যান রফিকুল ও টিটু। পরে স্থানীয়রা শাজাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ এম এস সাঈদ লিয়ন জানান, হাসপাতালে অানার পূর্বেই মারা যান শাজাহান। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলেও জানান তিনি। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা যায়যায়দিনকে জানান, মারধরের খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা এলাকা হতে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কভার্ডভ্যানটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে, তার সাথে থাকা অন্য অভিযুক্ত টিটু মিয়া পালিয়ে যায়। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। Share this:FacebookX Related posts: বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় শ্রমিককে গণধর্ষণ, আটক ১ স্ত্রী-শাশুড়িসহ চারজনকে খুন করে ঘাতকের আত্মহত্যা নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান খুন বেনাপোলে অস্ত্র, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ আটক-১ সুনামগঞ্জে গাঁজার বাগান জব্দ, আটক ১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫০পিস ইয়াবা উদ্ধার,আটক-১ ময়মনসিংহে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার আটক-১ র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১ বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১ বেনাপোলে ১৩টি স্বর্ণের বার সহ আটক-১ বেনাপোল লোকাল বাস থেকে ২৪টি স্বর্ণের বার সহ আটক-১ গজারিয়ায় মাদকসহ আটক ১ SHARES Matched Content দেশের খবর বিষয়: আটক-১খুনবাস চালকশ্রীপুরে কভার্ডভ্যান চালকের হাতে