গজারিয়ায় মাদকসহ আটক ১

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলী সরকার(৪০)। সে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের কারাকান্দি গ্রামের মৃত. লোকমান সরকারের ছেলে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইজ উদ্দিন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের বিত্তিতে সহকারী উপ-পরিদশক আজিজুল হক সহ অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে টেঙ্গারচর পশ্চিম পাড়া শাহীন মিয়ার মুদি দোকানের সামনে থেকে ২৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলীকে আটক করে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে মুন্সীগঞ্জ কোর্টে পেরণ করা হয়েছে।