বিজয়নগরে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে ইসলামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পুকুরে ওই মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য ওই মহিলার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।