নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

নিউজ ডেস্কঃ সাভারের হেমায়েতপুরে নিখোঁজের ছয়দিন পর নদীর তীর থেকে সাজেদুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেমায়েতপুরের জমজম টাওয়ারের পেছনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাজেদুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা থানার বালিশা গ্রামের মন্তাজের ছেলে। তিনি হেমায়েতপুর পুরের হরিনধরা এলাকায় থাকে একে এইচ ট্রিমস গার্মেন্টসে চাকরি করতেন।

পুলিশ জানায়, হেমায়েতপুরের জমজম টাওয়ারের পেছনে নদীতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সাজেদুল গত সোমবার (২৮ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। এ নিয়ে সাভার থানায় একটি অভিযোগ করে সাজেদুলের পরিবার।

এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহিদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।