ট্রেনের কেবিন থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে আন্তনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসের একটি বগি থেকে মাহবুব রশিদ নামে এক অজ্ঞাতপরিচয় যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১২ জানুয়ারি) মধ্যরাতে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সৈয়দপুর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ।তিনি জানান, মাহবুব রশিদের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে ঠিকানা শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।নিহত মাহবুব রশিদ রাজধানীর পুরান পল্টন এলাকার মাহফুজ আহমেদের ছেলে। ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটির ৪৪ নম্বর কেবিনের যাত্রী ছিলেন সে।