কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১ নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবিনা আক্তার (২০) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে কটিয়াদী পৌরসভার কমরভোগ এলাকায় বসত ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্বার করে পুলিশ। নিহত সাবিনা আক্তার পৌরসভার কমরভোগ গ্রামের ফুলু মিয়ার কন্যা ও সৌদি প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী। জানা যায়, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে মা-বাবার বসত ঘরের সংযুক্ত বারান্দার ছোট্ট কক্ষে সাবিনা আক্তার ঘুমাতে যায়। সকালে সাবিনার বাবা নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে দেখে মেয়ের কক্ষের দরজা খোলা। ঘরের দরজা খোলা দেখে তার বাবা ফুল মিয়া সাবিনা সাবিনা বলে ডাকতে ডাকতে তার কক্ষে প্রবেশ করে। মেয়ে উপর হয়ে শুয়ে আছে ভেবে তার পায়ে ধরে টান দিতেই রক্তাক্ত বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পিতার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে। গ্রামবাসী পুলিশকে সংবাদ দিলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের পিতা ফুল মিয়া জানান, আমার চার মেয়ের মধ্যে সাবিনা সবার ছোট। অন্য মেয়েদেরকে দূরে বিয়ে দেওয়ায়। ছোট মেয়ে সাবিনাকে আমার বড় ভাইয়ের ছেলে সৌদি প্রবাসী দ্বীন ইসলামের সাথে ৩ বছর পূর্বে বিয়ে দেই। বড় ভাই ও আমার ঘর একই আঙিনায়। গতকাল সাবিনা আমার বসত ঘরের বারান্দার ছোট কক্ষে ঘুমিয়ে ছিল। আমার মেয়েকে কে বা কারা হত্যা করেছে তা খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। কটিয়াদী মডেল থানার ওসি এম,এ জলিল বলেন, নিহতের মোবাইল ফোনের সর্বশেষ কল লিস্টের তথ্য উদঘাটন করলে হয়তো প্রকৃত রহস্য বের হয়ে আসবে। নিহত সাবিনা নিজেই দরজা খুলেছিল না কি কোন দুর্বৃত্ত পূর্বে থেকে পরিকল্পিত ভাবে এ হত্যা কান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীকে সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Share this:FacebookX Related posts: বুড়িগঙ্গায় নিখোঁজ প্রকৌশলীর লাশ উদ্ধার ভালুকায় বৃদ্ধের লাশ উদ্ধার বেনাপোলে যুবকের লাশ উদ্ধার নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার গৌরীপুরে মৃত নবজাতকের লাশ উদ্ধার কলাপাড়ায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ট্রেনের কেবিন থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ খুলনায় বৃদ্ধের লাশ উদ্ধার খাগড়াছড়ি সীমান্তে বস্তাভর্তি ১৪০ কচ্ছপ উদ্ধার মিরসরাইয়ে নিখোঁজ যুবতির লাশ উদ্ধার চরভদ্রাসনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: উদ্ধারকটিয়াদীতে প্রবাসীর স্ত্রীরগলা কাটালাশ