বুড়িগঙ্গায় নিখোঁজ প্রকৌশলীর লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ নিউজ ডেস্কঃ নারায়নগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন মেহেদী হাসান জিসান (৩৫) ও লিখন (৩২) নামে দুই প্রকৌশলী।নিখোঁজের ৪ দিন পর শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে প্রকৌশলী মেহেদী হাসান এর লাশ ভেসে উঠলেও লিখন নামে আরো একজন প্রকৌশলী এখনও নিখোঁজ রয়েছে।নিহত মেহেদী হাসান রাজশাহী জেলার বোয়লমারী থানার গোরহাঙ্গা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। নিখোঁজ লিখনের বাড়ি ফরিদপুর।পুলিশ ও নিখোঁজের স্বজনরা জানান, মেহেদী হাসান ও লিখন সাভার জেলার আশুলিয়া থানার ‘বাংলা ক্যাট’ নামের একটি বেকু কোম্পনীতে চাকরি করতেন সেই সুবাধে গত ৬ জানুয়ারি নারানগঞ্জ জেলার ফতুল্লার বক্তাবলীতে কোম্পনীর কাজ শেষ করে ভোর সাড়ে ৫টায় ট্রলার যোগে বুড়গঙ্গা নদী পার হতে গিয়ে লঞ্চের সাথে ট্রলারের ধাক্কা লাগলে দুজনেই নদীতে পরে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ৪ দিন পর মেহেদীর লাশ শুক্রবার উপজেলার পুরান ভাষানচর এলাকায় ধলেশ্বরী নদীতে ভেসে উঠে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন।সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে। তার কপালে কাটা দাগের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বাম পায়ের হাটুর নীচ থেকে গোড়ালি পর্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে।তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার পলাতক কয়েদি মিন্টুকে হাতকড়া পরা অবস্থায় উদ্ধার ভালুকায় বৃদ্ধের লাশ উদ্ধার বেনাপোলে যুবকের লাশ উদ্ধার গৌরীপুরে মৃত নবজাতকের লাশ উদ্ধার কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার মুকসুদপুরে খাদ্যসামগ্রী বিতরণ ধামরাইয়ে ১০ টাকা কেজি চাল ও টিসিবির পণ্য বিক্রি শুরু রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: উদ্ধারপ্রকৌশলীরবুড়িগঙ্গায় নিখোঁজলাশ