ভালুকায় বৃদ্ধের লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় দুলাল মিয়া (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কাশর গ্রামে তার নিজ বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশর গ্রামে মৃত: বাবর আলীর ছেলে দুলাল মিয়ার সাথে প্রতিবেশি মৃত: আলাল উদ্দিনের ছেলে নজরুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আদালতে মামলা চলমান। সম্প্রতি নজরুল ইসলাম গং দলবল নিয়ে দুলাল মিয়ার উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। গত ১৯নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নজরুল ইসলাম গং দুলাল মিয়াকে মারধর করলে শ্রক্রবার সকালে স্থানীয় ভাবে চিকিৎসাধিন অবস্থায় তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত দুলাল মিয়ার ছেলে আকবর আলী বাদি হয়ে নজরুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ করে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত নজরুল ইসলাম জানান, দুলাল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকলেও মারধরের কোন ঘটনা ঘটেনি। ভালূকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগটি সাধারণ ডায়েরী হিসেবে নেয়া হয়েছে, রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: বুড়িগঙ্গায় নিখোঁজ প্রকৌশলীর লাশ উদ্ধার বেনাপোলে যুবকের লাশ উদ্ধার নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার গৌরীপুরে মৃত নবজাতকের লাশ উদ্ধার কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার ভালুকায় সরকারী হাসপাতালের গাফিলতিতে রাস্তায় সন্তান প্রসব ভালুকায় ৪ জন করোনা রোগী শনাক্ত এলাকা লকডাউন ভালুকায় নির্মাণাধীন ছাদ ধ্বসে ৬ শ্রমিক আহত ভালুকায় ইউপি মেম্বারের ছেলেসহ চার মাদকসেবী গ্রেপ্তার ভালুকায় সাংবাদিক পরিচয় দানকারী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার ভালুকায় বাদশাহ টেক্সটাইল মিলের গুদামে আগুনে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি ভালুকায় আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণ SHARES Matched Content দেশের খবর বিষয়: উদ্ধারবৃদ্ধেরভালুকায়লাশ