ভালুকায় বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় দুলাল মিয়া (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কাশর গ্রামে তার নিজ বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশর গ্রামে মৃত: বাবর আলীর ছেলে দুলাল মিয়ার সাথে প্রতিবেশি মৃত: আলাল উদ্দিনের ছেলে নজরুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আদালতে মামলা চলমান। সম্প্রতি নজরুল ইসলাম গং দলবল নিয়ে দুলাল মিয়ার উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। গত ১৯নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নজরুল ইসলাম গং দুলাল মিয়াকে মারধর করলে শ্রক্রবার সকালে স্থানীয় ভাবে চিকিৎসাধিন অবস্থায় তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহত দুলাল মিয়ার ছেলে আকবর আলী বাদি হয়ে নজরুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ করে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত নজরুল ইসলাম জানান, দুলাল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকলেও মারধরের কোন ঘটনা ঘটেনি।
ভালূকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগটি সাধারণ ডায়েরী হিসেবে নেয়া হয়েছে, রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।