বৃহস্পতিবার কমেছে লেনদেন ও শেয়ারের দাম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃবৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারের লেনদেন শেষ হলো। বুধবারের মতই বীমা খাতের শেয়ারের দাম বৃদ্ধির মধ্যদিয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লেনদেন শুরু হয়। এ ধারা অব্যাহত ছিল দুপুর ১২টা পর্যন্ত। এরপর অন্যান্য খাতের মতই বীমা খাতের শেয়ারও বিক্রির হিড়িক পড়ে। তাতে দিনের লেনদেন শেষ হয় নেতিবাচক প্রবণতায়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১২০ পয়েন্ট। এনিয়ে টানা তিনদিন দরপতন হলো। এতে বিনিয়োগকারীদের মূলধন কমল ৯ হাজার ১৭৭ কোটি টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, এ দরপতনের বিশেষ কোনো কারণ নেই। গত দুদিন দাম কমেছে, এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছিল। তাই তারা আজও শেয়ার বিক্রি করেছে, দরপতনও হয়েছে। ডিএসইর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বাজারে মোট ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ২৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৮২ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, বিকন ফার্মা, জিবিবি পাওয়ার এবং গ্রামীণফোন লিমিটেড। দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিস ইস্টার্ন ইন্স্যুরেন্স, আমান ফিড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাইটেক, লিব্রা ইনফিউশন, বিডি ল্যাম্প এবং মোজাফার হোসেন স্পিনিং লিমিটেড। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আগের দিনের তুলনায় ১২০ পয়েন্ট কমে ১৫ হাজার ৮২১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। বাজারে লেনদেন হয়েছে মোট ২৩ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। আগেরদিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। Share this:FacebookX Related posts: বাড়ছে বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম আবার বেড়েছে আলু-পেঁয়াজের দাম ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানাব : স্বরাষ্ট্রমন্ত্রী গৃহঋণের পরিমাণ বেড়ে দ্বিগুণ বসুন্ধরার বিটুমিন প্ল্যান্ট নিয়ে আমরা আনন্দিত : অর্থমন্ত্রী করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা ৫০-৬০ টাকায় নামল পেঁয়াজের দাম সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ সব ধরনের ব্যাংক ঋণের সুদ দুই মাস স্থগিত বাজেট প্রস্তাবে কোন মন্ত্রণালয় ও বিভাগ কত কোটি টাকা বরাদ্দ পেল রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকানোর সুপারিশ সংসদীয় কমিটির SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: দামবৃহস্পতিবার কমেছেলেনদেন ওশেয়ারের