ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়ন থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ২২জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান এবং তাদের নামে ইউনিয়ন পরিষদ চত্বরে ফলক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফলক উন্মোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধার পৌর মেয়র আব্দুস ছাত্তার। তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম জানান ইউনিয়ন পর্যায়ে ১৯৭১ সালে যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের স্মৃতি ভবিষ্যত প্রজন্মের কাছে তোলে ধরার জন্য এ কার্যক্রমের বাস্তবায়ন করেন।