বেগম রোকেয়া দিবসে গৌরীপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী স্থানীয় শ্রেষ্ঠ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জান্নাত-এ-হুর, ইউআরসি ইন্সট্রাক্টর মাকসুদা আক্তার বানু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রুমি আক্তার প্রমুখ।

৫ টি ক্যাটাগরিতে স্থানীয় পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতা নারী হলেন, সমাজ উন্নয়নে হাসিনা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে রোকসানা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মোছাঃ রাহিমা আক্তার, সফল জননী নারী তানজিনা আক্তার ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শরীফা আক্তার।