দিনাজপুর পৌরসভায় তৈয়ব দুলাল পুনরায় প্যানেল মেয়র-১ নির্বাচিত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

স্টাফ রিপোর্টার : উৎসমুখর পরিবেশে দিনাজপুর পৌরসভার নব-নির্বাচিত কাউন্সিলদের ভোট এবং সমর্থনে প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে উৎসমুখর পরিবেশে দিনাজপুর পৌরসভার নব-নির্বাচিত কাউন্সিলদের ভোট এবং সমর্থনে প্যানেল মেয়র নির্বাচন হয়।

এতে ১৪ জন কাউন্সিলের সমর্থনে দিনাজপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সির মোঃ আবু তৈয়ব আলী দুলাল পূনরায় নতুন করে প্যানেল মেয়র-১, ভোটে পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিল এ.কে.এম.মাসুদুল ইসলাম মাসুদ প্যানেল মেয়র-২ এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল শাহিন সুলতানা বিউটি প্যাাানে মেয়র-৩ নির্বাচিত হয়। এসময় পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।