চাটখিল পৌরসভায় নিজাম উদ্দিন মেয়র নির্বাচিত

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

সময় সংবাদ ডেস্কঃচাটখিল পৌরসভা নির্বাচন রোববার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নিজাম উদ্দিন (ভিপি নিজাম) ১১ হাজার অটশ ২৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পেয়েছেন তিন হাজার একশ ৭৫ ভোট।

নির্বাচনে ১নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নুরে তাজ দুই হাজার নয়শ ৩১, ২নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আনোয়ারা বেগম রেনু এক হাজার সাতশ ৬৭ ও ৩নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মিনু আক্তার দুই হাজার ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডে ওমর ফারুক ৫৮৭, ২নং ওয়ার্ডে মজিবুর রহমান নান্টু ৭৮২, ৩নং ওয়ার্ডে মো. নজির ৬২৯, ৪নং ওয়ার্ডে মো. সোহেল ৮১০, ৫নং ওয়ার্ডে সাজ্জাদ বিন ইউসুফ ৭৩০, ৬নং ওয়ার্ডে এ বি এম জসিম উদ্দিন বাবলু ৭১১, ৭নং ওয়ার্ডে সালেহ আহাম্মদ সুমন ৬৯০, ৮নং ওয়ার্ডে মোরশেদ আলম ৭৫২ এবং ৯নং ওয়ার্ডে নওশাদুল করিম ৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।