বাড়বে দিন ও রাতের তামপাত্রা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

সময় সংবাদ ডেস্কঃসারাদেশে দিন ও রাতের তামপাত্রা আরও বাড়তে পারে। সোমবার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এতথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তামপাত্রা আরও বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এতে বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপামাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।