গৌরীপুরে মটর সাইকেল চুরির হিড়িক !

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে বিভিন্ন এলাকায় গত ৩দিনে ৩টি মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে থানা সংলগ্ন কালিপুর এলাকায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন দুলালের বাসা থেকে মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

এর আগে পৌরশহরের ছয়গন্ডা এলাকা থেকে স্থানীয় মুজিবুর রহমান ও পূর্ব দাপুনিয়া এলাকার মিথুন নামে এক যুবকের মটর সাইকেল চুরি হয়েছে। পর পর ৩টি মটর সাইকেল চুরির ঘটনায় বর্তমানে পৌর শহরে মটর সাইকেল আরোহীদের মাঝে চুরি আতংক বিরাজ করছে।

দেলোয়ার হোসেন দুলাল জানান, ‘থানা সংলগ্ন আমার বাসা। প্রতিদিনের মত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি কালো রংয়ের নতুন মটর সাইকেলটি বাসার সিড়ির পাশে লক করে রেখে দিই। পরদিন সকালে ঘুম থেকে ওঠে দেখি মটর সাইকেলটি চুরি হয়ে গেছে।’ এ মটর সাইকেল চুরির ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

তিনি বলেন, এর আগে পাশ^বর্তী ছয়গন্ডা ও পূর্ব দাপুনিয়া এলাকায় দুটি মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। পর পর ৩টি মটর সাইকেল চুরির ঘটনায় বর্তমানে স্থানীয় মটর সাইকেল অরোহীদের মাঝে চোর আতংক বিরাজ করছে। গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম জানান, ৩টি মটর সাইকেল চুরির ঘটনায় থানায় পৃথক পৃথক সাধারণ ডায়রী হয়েছে।