গৌরীপুরে দূর্গোৎসব উপলক্ষে রবিদাস পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
গৌরীপুরে দূর্গোৎসব উপলক্ষে রবিদাস পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গৌরীপুর জেলা পরিষদ ডাকবাংলোতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব উপলক্ষে গৌরীপুরের রবিদাস পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার কর্তৃক উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি, গৌরীপুরের সদস্য সচিব মোঃ নাজমূল হাসান ডালাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি, গৌরীপুরের আহবায়ক ও গৌরীপুর থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য জনাব এইচ.এম খায়রুল বাসার, অথিতি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা, গৌরীপুর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আশরাফুজ্জামান গোলাপ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর রবিদাস উন্নয়ন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বাবুল রবিদাস, সহ-সভাপতি খোকন রবিদাস, কিরন রবিদাস, সাধারণ সম্পাদক তপন রবিদাসসহ রবিদাস পরিবারের সদস্যবৃন্দ। পরে তাদের পরিবারের সদস্যদের মাঝে লুঙ্গি ও শাড়ি উপহার প্রদান করা হয়।