গৌরীপুরে অষ্ট্রেলিয়া প্রবাসী লাভলীর খাদ্য সহায়তা

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ৪, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বোকাই নগর ইউনিয়নের কিল্লা বোকাইনগর গ্রামের অষ্ট্রেলিয়া প্রবাসী ড.লাভলী রহমান (৪মে) সোমবার নিজ বাড়ীর আঙ্গিনায় গ্রামের দুই শতাধিক র্কমহীন, দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,বুট,সেমাই সাবান চিনি ও মাক্স। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহম্মেদ,সাংবাদিক হুমায়ুন কবির,আনোয়ার হোসেন শাহীন, ড.লাভলী রহমানের প্রতিনিধি লুৎফুন নেছা ছবি, এ কে এম ইজাজ মামুন, আদনান হক জিয়ন, শরীফ ফকির , এ কে এম লুৎফুন হক, নূর উদ্দিন শরীফ প্রমূখ।

প্রবাসী লাভলি’র খাদ্য সহায়তা পেয়ে, অসহায় গ্রামবাসীর মুখে হাসি ফুটে উঠে। সহায়তাদান কালে উপস্থিত লোকজনের মাঝে অনেকেই মন্তব্য করেন শুধু দেশে থাকলেই মানব সেবা করা যায় না,মন থাকলে প্রবাস থেকেও অসহায় দেশবাসীকে সহায়তা করা সম্ভব। যা অষ্ট্রেলিয়া প্রবাসী ড. লাভলী রহমান করেছেন।