গৌরীপুরে আনসার ভিডিপি’র মাঝে খাদ্য সহায়তা প্রদান
কমল সরকার’ গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে ১মে (শুক্রবার) বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে খাদ্য উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপজেলার আনসার ভিডিপি’র কার্যালয় আঙ্গিনায় সামাজিক দরত্ব বজায় রেখে উপজেলার ৩শ জন আনসার,ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে উপহার সামগ্রী দেয়া হয়।
উপহার মামগ্রী মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল,১ লিটার তেল,২ কেজি আলু ১ কেজি পিয়াজ,১টি সাবান ও ১টি মাক্স। মহাপরিচালকের পক্ষে উপহার সামগ্রী প্রদান করেন সহকারী জেলা কমান্ডডেন্ট ইসমাঈল হোসেন, গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।এ সময় উপস্থিত ছিলেন,সার্কেল এডজুটেন্ট মোঃ উসমান গনি,উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান,উপজেলা কোম্পানি কমান্ডার সৈয়দ মোস্তাফিজুর রহমান,ইউনিয়ন দলনেতা মকবুল হোসেন, জুলফিকার আলী প্রমূখ।