কে হচ্ছেন ফুলপুরের মেয়র?

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
কে হচ্ছেন ফুলপুরের মেয়র?

নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচন। পৌর নির্বাচন ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আগামীকালের নির্বাচনে নৌাকা প্রতীকে মেয়র পদে লড়ছেন শশধর সেন, ধানের শীষে আমিনুল হক, স্বতন্ত্র শাহজাহান, রকিবুল হাসান সোহেল ও এমএইচ ইউসুফ। এছাড়া ৪৪ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন তেরজন।

ইভিএম পদ্ধতিতে নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে পৌরসভার এগারটি ভোট কেন্দ্রে নির্বাচনী সকল সামগ্রী পৌঁছানোর কাজ শেষ হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় ভোটের দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফুলপুর থানার মাঠে ব্রিফিং দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার ও অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী।

অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া বলেন, ফুলপুর পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। কঠিন ও কঠোরভাবে ভোটের মাঠে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এতে কোনো ব্যত্যয় ঘটবে না।

সহকারী রিটার্নিং ও ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের সঙ্গে মাঠে থাকবে আনসারের ৯৮ সদস্য। এছাড়া বিজিবি চার প্লাটুন, র‌্যাবের ৪৮ সদস্য, পুলিশের মোবাইল টিম সাতটি, স্ট্রাইকিং টিম দুইটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন একজন।

ফুলপুর পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৯৩৩ জন। এর মাঝে পুরুষ ভোটার ১১ হাজার ১৩, নারী ভোটার ১১ হাজার ৯২০ জন।