দ্বিতীয় ধাপের ২৪ উপজেলায় ভোট মঙ্গলবার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৪ অনলাইন ডেস্ক : দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। সারা দেশের ১৫৭টি উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ২৪টি উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (২০ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে।জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (বৈধ এবং সঠিকতা যাচাইকরণ) মুহা. সরওয়ার হোসেনের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, আগামীকাল ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৪টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হবে। ২৪টি উপজেলার ইভিএম মেশিনের কার্যক্রম নির্বাচন ভবনের ‘ইভিএম কন্ট্রোল রুম’ থেকে পরিচালনা করা হবে। চিঠিতে আরও বলা হয়েছে, ইভিএমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, উপজেলা বা থানা নির্বাচন অফিসার, প্রিজাইডিং অফিসার, মোবাইল কারিগরি টিম এবং ভোটগ্রহণকারী কারিগরি টিমের সঙ্গে ‘ইভিএম কন্ট্রোল রুম’ থেকে সার্বক্ষণিক সমন্বয় করা হবে। সেজন্য আইডিইএ প্রকল্প (পর্যায়-২), নিকস থেকে বিভিন্ন পর্যায়ের ২৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মোট এক হাজার ৮২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Share this:FacebookX Related posts: ইউপি নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট ১১ নভেম্বর জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল নির্বাচনী বিধি লঙ্ঘন করায় আতিকুলকে শোকজ মেয়র পদে থাকার যোগ্যতা নেই তাপসের: সাঈদ খোকন ৩২৩ ইউপি’র নির্বাচন ১১ এপ্রিল সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করতে চায়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে যে তথ্য দিলেন সিইসি দ্বাদশ নির্বাচন: প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা জানাল ইসি ৪ বিভাগে মনোনয়ন চূড়ান্ত রোববারের মধ্যে ৩০০ আসনে আ.লীগের প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক: যা বললেন কাদের জয় আমাদের হবে: ওবায়দুল কাদের SHARES Matched Content জাতীয় বিষয়: ২৪ উপজেলায়দ্বিতীয় ধাপেরভোট মঙ্গলবার