শপথ নিলেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলররা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১ অনলাইন ডেস্ক : আনুষ্ঠানিক ভাবে শপথ নিলেন দ্বিতীয় মেয়াদে কেন্দুয়া পৌসভার নবনির্বাচিত মেয়র মোঃ আসাদুল হক ভূঞা। একই সঙ্গে শপথ নেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগণ। তাদের শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি। বৃহস্পতিবার সকাল ১১টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন নৌকা প্রতিক নিয়ে কেন্দুয়া পৌরসভার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা। কেন্দুয়া পৌরসভার ১,২, ৩ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পারুল আক্তার, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর বিলকিছ আক্তার জবা ও ৭,৮, ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পাপিয়া আক্তার। অপর দিকে ১নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ এরশাদ মিয়া, ২নং ওয়ার্ডের আব্দুল হামিদ, ৩ নং ওয়ার্ডের মোঃ মাখবুল রাকিব সুমন, ৪নং ওয়ার্ডের একেএম টিপু সুলতান, ৫ নং ওয়ার্ডের আনিসুর রহমান রতন, ৬ নং ওয়ার্ডের মনিরুজ্জামন খন্দকার, ৭ নং ওয়ার্ডের আক্কাস মিয়া, ৮ নং ওয়ার্ডের গোলাম জিলানী ও ৯নং ওয়ার্ডের আব্দুল কাইয়ুম ভূঞা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। গত ১৬ জানুয়ারী অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে তারা প্রতিদন্দী প্রার্থীদের সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম’র মতবিনিময় কেন্দুয়ায় শেষ হল দুই দিনের বিজ্ঞান মেলা কেন্দুয়ায় শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার সংকট নিয়ে চলছে প্রাথমিক শিক্ষা বিভাগ উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন সভাপতি সায়েম,সম্পাদক মোফাজ্জল হালুয়াঘাট সদর ইউপি নির্বাচনে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী সালেহ্ আহাম্মদ গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা শেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াই গৌরীপুরে বিদ্রোহী ২ মেয়র প্রার্থীসহ আ. লীগের ১০ নেতা বহিস্কার ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার আহমেদের মটর সাইকেল শোডাউন ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ SHARES Matched Content নির্বাচনের মাঠ বিষয়: কেন্দুয়াপৌরসভারমেয়র ও কাউন্সিলররাশপথ নিলেন