কেন্দুয়ায় শেষ হল দুই দিনের বিজ্ঞান মেলা

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বিজয়ীদের পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে কেন্দুয়া শেষ হল দুই দিনের বিজ্ঞান মেলা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান, এই স্লোগানকে সামনে তুলে ধরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসন মোঃ মঈন উল ইসলাম।

সোমবার কেন্দুয়া উপজেলা সদরের জেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আল ইমরান রুহুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে কেন্দুয়া সরকারী কলেজ, গন্ডা ডিগ্রি কলেজ, বানেটেক কারিগরি কলেজ, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, গন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা।