কৃষকের জন্য নিজ অর্থায়নে ড্রেন নির্মান করে দিলেন খোকন মাতুব্বর

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

সঞ্জয় সরকার, কালকিনি প্রতিনিধি : কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন এর গোপালপুর হাট থেকে বয়াতি বাড়ি পর্যন্ত ৪ কিলোমিটার পরিত্যক্ত খাল পরিস্কার করে খালে পানি প্রবাহ নিশ্চিত করেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সায়েম খোকন মাতুব্বর।

খোকন মাতুব্বর বলেন,করোনাকালে মানবতার মাতা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমার দেশের এক ইঞ্চি জায়গা ও পতিত থাকবেনা তার সেই আদর্শকে বুকে ধারণ করে ইরিধান চাষ করার জন্য কৃষকদের জন্য নিজ অর্থায়নে পশ্চিম পূয়ালী গোপালপুর বয়াতি বাড়ি পর্যন্ত মোট ৪০০ ফিট পাকা ড্রেন নির্মান করি।

এই ড্রেন নির্মান করার ফলে প্রায় দুই শত কৃষকের ১০০ একর জমিতে ইরিধান চাষ করা সম্ভব হবে।মাঠ পর্যায়ে কৃষক ও উপকার ভোগী, কৃষক জবেদ আলী সরদার, ফজল বেপারী, আলম সরদার,শাহ- আলম তাদের সাথে কথা বলে জানা যায়,এই ড্রেন তৈরি করার ফলে তাদের অনাবাদী জমিতে ইরিধান আবাদ করা সম্ভব হচ্ছে। খোকন মাতুব্বর বলেন সুযোগ পেলে ভবিষ্যতে ও আমি এলকার জন্য আরো ভালো কিছু করতে চাই।