কালীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সামাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১ আলমগীর হোসেন, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সামাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। (৯ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকালে কালিগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ডে সচেতন নাগরিক ফোরামের আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সচেতন নাগরিক ফোরামের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকজোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নরিম আলী মুন্সি, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডি,এম সিরাজুল ইসলাম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, বীর মুক্তিযোদ্ধা এস,এম, মমতাজ হোসেন মন্টু, সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজের ক্রীড়া শিক্ষক শামছুল হুদা কবীর খোকন, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য আশেক মেহেদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের একমাত্র ছেলে তারেক মাহমুদ তন্ময় প্রমূখ। শোকসভায় জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য সাফিয়া পারভীন, ডি,আর,এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাশার, শিমুরেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত ঘোষ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাওফিল আরা সজল সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ গঠন ও শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের নামে সামাদ স্মৃতি ফুটবল মাঠটি মিনি স্টেডিয়ামে উন্নীতকরণের দাবি জানান। প্রসঙ্গত, ১৯৮২ সালের ৯ ফেব্রুয়ারি ঘাতকরা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে নিমর্মভাবে হত্যা করে। Share this:FacebookX Related posts: খুলনা সজীব ওয়াজেদ জয় পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিলন মেলা ও চড়ইভাতি অনুষ্ঠিত কালীগঞ্জে ধর্মগুরু কর্তৃক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, থানায় মামলা কালীগঞ্জে অনার্স পড়ুয়া হাস্যজ্জল মেধাবীমুখ দূর্ঘটনায় নিহত কালীগঞ্জে করোনা টিকা প্রয়োগ কেন্দ্রের শুভ উদ্বোধন কালীগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন আটক কালীগঞ্জে জেলা আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতির মতবিনিময় ডুমুরিয়া মান্দ্রায় মাঠ ভরাট কাজ এলাকাবাসীর অভিযোগে স্থগিত চিতলমারীতে কর্মহীন শ্রমজীবিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কে এক আলমসাধু চালকের রহস্যজনক মৃত্যু ইউএনও’র সাহসী পদক্ষেপে কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার পাইকগাছায় দুই কোটি টাকা আত্মাসাতের অভিযোগে র্যাক ব্যবস্থাপক আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: অনুষ্ঠিতকালীগঞ্জেনাগরিক শোকসভাবীরমুক্তিযোদ্ধাশহীদ আব্দুস সামাদস্মরণে