ভৈরবে ৯১ প্রাথমিকে উড়ল নতুন পতাকা

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে একযুগে ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে রোববার (১২ জানুয়ারি) সকালে নতুন পতাকা উত্তোলন করা হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্দ্যেগে এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ। নতুন জাতীয় পতাকা উত্তোলন করাতে একযুগে সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে উৎসবের আনন্দ বিরাজ করছে।জানা যায়, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অফিসের এক সভায় ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত হয়। এই মোতাবেক রোববার ৮টা ৫৫মিনিটে পৌর এলাকা ও সাতটি ইউনিয়নে একযুগে সকল প্রাথমিক বিদ্যালয়ে নতুন জাতীয় পতাকা উত্তোলন কার হয়।

শ্রীনগর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চশ শ্রেণির ছাত্র সামিউল আহমেদ মিতুল বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা নতুন জাতীয় পতাকা স্কুল প্রাঙ্গণে টানিয়েছে। নতুন পতাকা দেখে আমরা সকল শিক্ষাথীরা খুশি।পৌর এলাকার হাজী হোসেন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার ভূঞা বলেন, জাতীয় পতাকা আমাদের অহংকার। ভৈরবে একযুগে সকল প্রাথমিক বিদ্যালয়ের মতো আমাদের বিদ্যালয়েও নতুন পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষক মাঠে উপস্থিত হয়ে সমাবেশের মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয়। ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাদিরা আক্তার বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে একযুগে ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা ৫৫মিনিটে নতুন পতাকা উত্তোলন করে মুজিববর্ষ উদ্বোধন করা হয়। এই কার্যক্রমে আমাদের শিক্ষা অফিস মুজিববর্ষে অংশে নিতে পেরে আমরা গর্বিত।