নাগরপুরে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ অনলাইন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান। তিনি বলেন, আমরা বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারছি স্বাধীন দেশের নাগরিক বলে। স্বাধীন দেশের জাতির পিতার অপমান আমরা কিছুতেই হতে দিতে পারি না। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দক্ষ নেত্রীত্বে বাংলাদেশ আজ অনেক ক্ষেত্রেই বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের একজন নাগরিক ও প্রজান্ত্রতের কর্মচারী হিসেবে দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানাই আসুন আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের উন্নয়নে অবদান রাখি। সহকারী শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাগরপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, সরকারি কলেজের সহকারী শিক্ষক মো. শরিফ মিয়া, সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সুবজ, মীরনাগর রঙ্গিনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল ইসলাম মুকুল ও যুদনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদ হারুন প্রমূখ। এ সময় সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: নাগরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নাগরপুরে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত নাগরপুরে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান নাগরপুরে ছেলের মৃত্যু দেখে মায়েরও মৃত্যু নাগরপুরে ইউএনও’র তহবিলে ৫০ হাজার টাকা অনুদান নাগরপুরে ধান কাটার আধুনিক মেশিন পেল কৃষকরা নাগরপুরে শিশুখাদ্য বিতরণ নাগরপুরে কর্মহীন অটোরিকশা শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ নাগরপুরে নতুন করে ডাক্তার সহ ৫ জন করোনায় আক্রান্ত নাগরপুরে আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান নাগরপুরে বন্যা পরিস্থিতির অবনতি নাগরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: অনুষ্ঠিতনাগরপুরেপ্রতিরোধ সমাবেশ