৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ২, ২০২০

অনলাইন ডেস্ক : নরসিংদীর মাধবদী থানাধীন একটি মাদরাসা ও এতিম খানায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ইয়াসিন (১৬), কে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।

পুলিশ জানায়, শিশুর পিতা আশিকুল ভগীরপুর গ্রামে একটি পাওয়ারলোম ফ্যাক্টরীতে দারোয়ানের কাজ করে। শিশু তার পিতার জন্য সকালের খাবার নিয়ে ফ্যাক্টরীতে যায়। পিতাকে খাবার দিয়ে বাসার উদ্দেশ্যে ফিরে যাবার পথে তাকে একজন টুপিওয়ালা লোক উল্লেখিত মাদ্রাসার ভিতর নিয়ে ধর্ষণ করে।

খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সিসি টিভির ফুটেজ দেখে উক্ত মাদ্রাসার কেয়ারটেকার ও ভগীরথপুর গ্রামের শাহিনের ছেলে ইয়াসিন(১৬) কে আটক করে।

মাধবদী থানার এসআই জাহিদুর ইসলাম জানান, রাস্তার পাশের সি.সি. টিভি’র ফুটেজ থেকে দেখা যায় ইয়াসিন শিশুটিকে ঘটনাস্থলের দিকে নিয়ে যাচ্ছে। পরে শিশুটিকে পুলিশ হেফাজতে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।