চরভদ্রাসনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃফরিদপুরের চরভদ্রাসনে ষাটোর্ধ অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। শনিবার দুপুর ১ টার দিকে সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার পদ্মা নদী তীরবর্তী এলাকা হতে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় বেশ কয়েক দিন ধরে অজ্ঞাতনামা বৃদ্ধ লোকটি ঐ এলাকা দিয়ে ঘোরাফিরা করছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের ধারনা। বেলা ১১ টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গেলে বৃদ্ধের লাশ দেখে চরভদ্রাসন থানায় খবর দেয়। পরে উপ-পরিদর্শক অতুল জোয়ার্দারের নেতৃত্বে উক্ত লাশ উদ্ধার করা হয়।

ঘটানার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানা পরিদর্শক মো: জাকারিয়া হোসেন জানান লাশটি ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।