লালপুরে ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃনাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে ময়না আলী (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। নিহত ময়না দুই সন্তানের জনক ও উপজেলার পালিদেহা মন্ডলপাড়া গ্রামের মৃত আবুলের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, সকালে পরিবারের সকলের অগোচরে ময়না আলী তার বাড়ীর পাশে আখ খেতে আম গাছের সাথে গলায় দড়ি দেয়। পরে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খবর পেয়ে ওই গাছ থেকে দড়ি কেটে তাকে নিচে নামিয়ে দ্রত উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, এ ঘটনাই লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।