স্ত্রীর স্বীকৃতি না দেয়ায় প্রেমিকের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেয়ায় প্রেমিকের বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে।আজ শনিবার সকালে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত প্রেমিক গা ঢাকা দিয়েছে।

কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া অভিযুক্ত আফজালের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে আফজাল হোসেন খানের সা‌থে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের নাজনিন আক্তার নিশির সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। পরে তাকে বিয়ে করেছে এমন দাবী নিয়ে গত দুই তিন আগে ওই মেয়ে নাজনিন আক্তার নিশি ছেলের বাড়িতে এসে উঠে।

এদিন নাজনিনকে আফজালসহ বাড়ির অন্যরা তাড়িয়ে দেয়। এরপর গতকাল শুক্রবার গভীর রাতে আফজালের রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে ওই নারীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কেউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।