একই রশিতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে আত্মহত্যা করেছেন এক প্রেমিক যুগল। শুক্রবার সকালে উপজেলার রাজাফৈর পল্পনপাড়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলা রাজাফৈর পল্পনপাড়া এলাকার আলেয়া (৩৯) ও শাহ্জাহান (৩৫)। নিহতদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তারা বিয়েও করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করে বিস্তারিত জানানো হবে।