পি‌ডি‌বির ভূতু‌ড়ে বিল ও গ্রাহক‌দের হয়রা‌নির প্র‌তিবা‌দে মানববন্ধন

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

অনলাইন ডেস্ক : শেরপু‌রের ঝিনাইগাতীতে পি‌ডি‌বি অফিসের ভূতু‌ড়ে ও অপ্রত্যা‌শিত বিল, অনিয়ম-দুর্নী‌তি এবং গ্রাহক‌দের হয়রা‌নির প্র‌তিবা‌দে মানববন্ধন হ‌য়ে‌ছে। বুধবার (৩ ফেব্রুয়া‌রি) দুপু‌রে উপ‌জেলার আমতলী এলাকায় ‘দুর্নী‌তির অবসান চাই, সকল ক্ষে‌ত্রে সুশাসন চাই’ এ শ্লোগা‌নে প্রায় ঘন্টাব্যা‌পি এ মানববন্ধনের আ‌য়োজন ক‌রে জাতীয় সমাজতা‌ন্ত্রিক দল (জাসদ)।

এতে বক্তব্য রা‌খেন জাস‌দের ঝিনাইগাতী শাখার সভাপ‌তি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক একেএম ছা‌মেদুল হকসহ প্রমুখ। মানববন্ধ‌নে প্রায় ৩শতা‌ধিক মানুষ উপ‌স্থিত ছি‌লেন।

বক্তারা, পি‌ডি‌বি অফিসের কর্মকর্তারা মিটার রিডিং সংগ্রহ ছাড়াই অনুমাননির্ভর অতিরিক্ত বিল করা এবং আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির বর্ণনা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।