সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে: শাহাদাত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১ সময় সংবাদ ডেস্কঃচট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, সিটির সব ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে ভোট দেন শাহাদাত। তিনি ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এ কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫। এর মধ্যে ৪২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট ভোটকেন্দ্রের মধ্যে ৫৬ শতাংশ। শাহাদত যে কেন্দ্রে আজ ভোট দেন, সেই বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে বিএনপির এজেন্ট পাওয়া যায়নি। এ প্রসঙ্গে শাহাদাত বলেন, ‘সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ বিএনপির শাহাদাত বলেন, ‘ভোটের পরিবেশ আমার জন্য এক রকম, সাধারণ ভোটারদের জন্য অন্য রকম। আমার বাড়ির একাধিক লোক, এমনকি দারোয়ানকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’ শাহাদাত বলেন, ‘এ কেন্দ্রে ৬৩৬টি ভোট। দুই ঘণ্টা পর আমিসহ ৯টি ভোট পড়েছে।’ বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘ভোটারদের না আসার জন্য যত ধরনের মেকানিজম আছে, করছে। আমি তো প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন করছি। প্রশাসন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় নেতা–কর্মীর মতো কাজ করছে।’ Share this:FacebookX Related posts: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় আজ থেকে ঢাকার রাস্তায় কড়াকড়ি গৌরীপুরে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত মাস্ক না পরায় কৃষি কর্মকর্তাসহ ৫ ব্যক্তিকে জরিমানা খুলনায় চিকিৎসক ও পুলিশসহ নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১০টি মহিষ, ৩টি গরু এবং১৫৩ ফেন্সিডিল উদ্বার হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান ঘাট মন্দিরে অনুদানের চেক বিতরণ বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আটক ৩ গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক-খায়রুল সদস্য সচিব-কাউসার দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ৫৮২টি ঘর নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে চিতলমারীতে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে ১৬ মুক্তিযোদ্ধা বৃদ্ধ পিতাকে রাস্তায় ফেলে গেলেন সন্তান SHARES Matched Content দেশের খবর বিষয়: দেওয়া হয়েছে: শাসব কেন্দ্র থেকে এজেন্টদের বের করেহাদাত