ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া ও সরাইল উপজেলার কালীকচ্ছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে আবু সায়েদ-(৮০) ও সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে হাকিম মিয়া-(২৪)। নিহত হাকিম মিয়া পিকআপ ভ্যান চালক ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বৃদ্ধ আবু সায়েদ ইজিবাইকযোগে জেলা সদর থেকে নিজ বাড়ির সামনে গিয়ে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে হাকিম মিয়া মঙ্গলবার তার পিকআপ ভ্যান নিয়ে সরাইল উপজেলার সূর্যকান্দি এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার পথে সূর্যকান্দি তিনরাস্তার মোড়ে পৌছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক হাকিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ নাজমুল হক ও ডাঃ খান রিয়াজ মুহাম্মদ জিকুর সাথে যোগাযোগ করলে তিনি দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। Share this:FacebookX Related posts: ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ঠাকুরগাঁওয়ে ভাঙ্গা ব্রীজের জন্য আট কোটি টাকার সড়কে চলাচল বন্ধ কেরানীগঞ্জে দেয়াল ধসে মাদরাসাছাত্রসহ নিহত ২ ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-২ ব্রাহ্মণবাড়িয়ায় চাউল গোডাউন সিলগালা: ভ্রাম্যমান্য আদালতে জরিমানা নওগাঁয় বজ্রপাতে নিহত ২ বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ যাত্রীবাহীবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ যশোরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ডুমুরিয়ায় মাহেন্দ্রা-বাস সংঘর্ষে নিহত ২, আহত ১ ওভারটেক করতে গিয়ে বাস পানিতে, নিহত ২ ব্রাহ্মণবাড়িয়ায় হাজতির মৃত্যু SHARES Matched Content দেশের খবর বিষয়: দুর্ঘটনায়নিহত ২ব্রাহ্মণবাড়িয়ায়সড়ক