কেরানীগঞ্জে দেয়াল ধসে মাদরাসাছাত্রসহ নিহত ২

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার মুসলিমবাগ এলাকায় রবিবার দুপুরে নির্মাণাধীন দেয়াল ধসে মাদরাসাছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুর রহিম (৭), বাবু (২৩)। এ ঘটনায় রুবেল (২৮) ও হারুন (৬২) নামে দুইজন গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম ও বাবু মারা যান। হারুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতদের বাড়ি মডেল থানাধীন পোপপাড় ও মুসলিমবাগ এলাকায়।

মাদরাসাছাত্র রহিমের বাবা আক্তার জানান, দেয়ালটি ফাটল ধরায় বাড়ির মালিককে এর আগে বহুবার এটি মেরামত করার অনুরোধ করলেও তা না করায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষতিপূরণ আদায়সহ হাজী বুলেটের শাস্তি দাবি করেছেন। এ ব্যাপার মডেল থানায় মামলা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মাইনুল হোসেন জানান, হাজী বুলেট তার জমিতে সীমানা দেয়াল দেয়। কিছুদিন আগে ওই দেয়ালটির মাঝের অংশে ফাটল ধরে। আজ এটি ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মৃতদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।