গোয়ালন্দে মনোনয়ন প্রত্যাহার করলেন ৩ বারের মেয়র শেখ মোঃ নিজাম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃগোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন টানা ৩ বারের নির্বাচিত হ্যাট্রিক মেয়র শেখ মোঃ নিজাম। মঙ্গলবার দুপুরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিজামউদ্দিন আহমেদের কার্যালয়ে গিয়ে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এ অবস্হায় আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে মেয়র পদে প্রার্থী থাকলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল (প্রতীক নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হেলাল মাহমুদ ( প্রতীক লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়রের আপন ছোট ভাই শেখ নজরুল (প্রতীক জগ)। মনোনয়ন প্রত্যাহার করার বিষয়ে মেয়র শেখ মোঃ নিজাম বলেন, ‘টানা ৩ বারে ১৯ বছর ধরে গোয়ালন্দ পৌরসভার মেয়র হিসেবে পৌরবাসীর সেবা করেছি। এবার মনোনয়ন জমা দিলেও কৌশলগত কারণে তা প্রত্যাহার করে নিয়েছি।’ Share this:FacebookX Related posts: কোটচাঁদপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হালুয়াঘাট পৌরশহরকে আলোকিত করেছেন মেয়র খায়রুল আলম ভূঞা গৌরীপুরে গরু-ছাগলের হাট বন্ধ করলেন মেয়র ও ইউএনও! সাত হাজার হতদরিদ্র পরিবারের পাশে বিরামপুরের মেয়র খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল শার্শার ১১টি ইউনিয়ন চেয়ারম্যান গনের হাতে করোনা প্রতিরোধী সামগ্রী তুলেদেন এমপি শেখ আফিল উদ্দিন খেলাধুলাসহ সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর অবদান রাখে সিটি মেয়র জমি অধিগ্রহণের চেক বিতরণ করেন সিটি মেয়র সংবর্ধিত হলেন মেয়র কাদের মির্জা গৌরীপুর পৌরসভায় হ্যাট্রিক মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নোয়াখালীর চৌমুহনীতে স্বতন্ত্র এবং হাতিয়ায় আ’লীগের মেয়র ফুলপুরে সাংবাদিকদের সঙ্গে আ.লীগ মেয়র প্রার্থীর মতবিনিময় SHARES Matched Content দেশের খবর বিষয়: গোয়ালন্দে মনোনয়ন প্রত্যাহার করলেন ৩ বারেরনিজামমেয়রমোঃশেখ