গোয়ালন্দে মনোনয়ন প্রত্যাহার করলেন ৩ বারের মেয়র শেখ মোঃ নিজাম

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃগোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন টানা ৩ বারের নির্বাচিত হ্যাট্রিক মেয়র শেখ মোঃ নিজাম।

মঙ্গলবার দুপুরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিজামউদ্দিন আহমেদের কার্যালয়ে গিয়ে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

এ অবস্হায় আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে মেয়র পদে প্রার্থী থাকলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল (প্রতীক নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হেলাল মাহমুদ ( প্রতীক লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়রের আপন ছোট ভাই শেখ নজরুল (প্রতীক জগ)।

মনোনয়ন প্রত্যাহার করার বিষয়ে মেয়র শেখ মোঃ নিজাম বলেন, ‘টানা ৩ বারে ১৯ বছর ধরে গোয়ালন্দ পৌরসভার মেয়র হিসেবে পৌরবাসীর সেবা করেছি। এবার মনোনয়ন জমা দিলেও কৌশলগত কারণে তা প্রত্যাহার করে নিয়েছি।’