ফুলপুরে সাংবাদিকদের সঙ্গে আ.লীগ মেয়র প্রার্থীর মতবিনিময়

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

সময় সংবাদ ডেস্কঃআগামী ১৪ ফেব্রুয়ারি হতে যাওয়া ফুলপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মি. শশধর সেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন পৌর নির্বাচনে সাংবাদিকদের কাছে সকল ধরনের সহযোগিতা চেয়েছেন মেয়র প্রার্থী মি. শশধর সেন।

এ সময় তিনি প্রতিশ্রুতি দেন যে, তিনি মেয়র নির্বাচিত হলে দল মতের উর্ধ্বে থেকে সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকসহ সকলের সহায়তা নিয়ে পৌরসভার উন্নয়নে সর্বদাই নিজেকে নিয়োজিত করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর সবুর সবুজ, উপজেলা ছাত্রলীগ নেতা আকিকুল ইসলাম রাজু।

উল্লেখ্য, আগামী ১৪ই ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।