কুড়িগ্রামে সাড়ে ৭শ’ কম্বল পেল চরাঞ্চলের মানুষ

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

সময় সংবাদ ডেস্কঃ কুড়িগ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় সাড়ে ৭শতাধিক চরাঞ্চলের মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম মহিলা কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এআইজি ও সংগঠনের মহাসচিব মো. রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি ও যুগ্ম মহাসচিব আব্দুল কুদ্দুস খান, অবসরপ্রাপ্ত এএসপি ও আজিবন সদস্য মো. রেজাউল করিম, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় সাড়ে ৫শতাধিক এবং নাগেশ^রীতে ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।