সার্জেন্টের ওপর হামলার ঘটনায় মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে মহানগরীর রাজপাড়া থানায় মামলাটি রুজু হয়েছে। মামলার বাদী আহত ট্রাফিক সার্জেন্ট বিপুল কিশোর নিজেই। মামলার একমাত্র আসামি হামলাকারি বেলাল হোসেন (২৬)। মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় তার বাড়ি। বাবার নাম শামসুল হক। বেলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সার্জেন্ট বিপুল এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই তিনি মামলার এজাহারে স্বাক্ষর করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট থানায় আসতে পারেননি। একজন পুলিশ কনস্টেবল হাসপাতালে গিয়ে মামলার এজাহারে তার স্বাক্ষর এনেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, হামলার ঘটনার পর প্রত্যক্ষদর্শী দুইজনকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মামলার সাক্ষী করা হয়েছে। তারা পুলিশকে সহায়তা করছেন। এর আগে মঙ্গলবার দুপুর ১টার দিকে মহানগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে সার্জেন্ট বিপুলের ওপর হামলার ঘটনা ঘটে। তার দুই হাতে জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি। হেলমেট না পরা এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকার কারণে মামলা দিতে শুরু করলে আচমকা চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন বেলাল হোসেন। দুপুরে হাসপাতালে সার্জেন্ট বিপুলকে দেখতে গিয়ে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক সাংবাদিকদের বলেন, বেলালের মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। সেটি জব্দ করা হয়েছে। বেলাল সার্জেন্ট বিপুলকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। এ নিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: রাজশাহীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা ২৩ জনের বিরুদ্ধে মামলা গৌরীপুরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার নাটোর জেলা লকডাউন ঘোষণা সাপাহারে পাড়া প্রতিবেশিদের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ তক্ষক পাচারের ঘটনায় নওগাঁয় দু’জনের জরিমানা চাটমোহরে সরকারি গাছ কাটা মামলায় ৭ জন কারাগারে রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপরে আত্রাইয়ে শেষ মুহুর্তে শিল্পীর রঙ তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে দেবীর রুপ গাঁজা-মদসহ ১০ মাদকসেবী আটক নওগাঁয় বিধবাকে ধর্ষনের অভিযোগে ইমামসহ ৭জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার-২ SHARES Matched Content দেশের খবর বিষয়: ওপরমামলাসার্জেন্টেরহামলার ঘটনায়