মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল শনিবার ১৬ জানুয়ারি মুক্তাগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও
শান্তিপূর্ণ পরিবেশে ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সকল দলের ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রণ লক্ষ করা যায়।

মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৫ শত ৯৯ জন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়।

পৌরসভায় ৫ জন মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিল পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৩ জন সরাসরি ভোটে প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী (নৌকা প্রতীক) বিল্লাল হোসেন সরকার ১৭ হাজার ৩ শত ২০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৫ হাজার ২ শত ৬১ ভোট পান।