সুন্দরগঞ্জে লাঙ্গলের জয়

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুনকে পরাজিত করে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (লাঙ্গল) আব্দুর রশিদ সরকার ডাবলু।
শনিবার রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ এ ফলাফল ঘোষণা করেন। জাতীয় পার্টির (লাঙ্গল) আব্দুর রশিদ সরকার ডাবলু ২৭০৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আব্দুল্লা আল মামুন (নৌকা) পেয়েছেন ২৫৫৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ) ভোট পেয়েছেন ২৫৪০।

এনডিপি’র আহসান হাবীব মাসুদ (সিংহ) পান ২৫৩০ ভোট। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী দেবাশীষ কুমার সাহা (মোবাইল) পেয়েছেন ৯৩৪ ভোট। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আল শাহাদাত জিকো (জগ) ভোট পেয়েছেন মাত্র ৪২। এই পৌরসভাতে ৭ জন মেয়র প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।