সিলেটে ট্রাকের চাপায় নিহত ২, তিনটি ট্রাকে আগুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ নিউজ ডেস্কঃ সিলেট নগরীর সুবিদবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কিছু যানবাহন ভাঙচুর করার পাশাপাশি তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সোমবার (১১জানুয়ারি) রাত ১০টার দিকে সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলো ভস্মীভূত হওয়া থেকে রক্ষা করে। নিহত দুই মোটরসাইকেল হলেন, লুৎফুর (২৫) রহমান ও সজীব মিয়া(৩০)। নিহত লুৎফুর নগরের ফাজিলচিশত এবং সজীব বনকলা পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, নগরীর ফাজিলচিশত পয়েন্টে একটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যায়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে তিনটি ট্রাকে অগ্নিসংযোগ ছাড়াও বেশকিছু গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে। তবে রাস্তায় জনতার বিক্ষোভ রাত সাড়ে ১১টায়ও অব্যাহত ছিল। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ট্রাক চাপায় দুজন মারা গেছেন। বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাংচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় চাল পেঁয়াজসহ নিত্যপন্যের বাজারে আগুন ইউনাইটেড হাসপাতালে আগুন টঙ্গীর মরকুনে বসত বাড়িতে আগুন নারায়ণগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট মোবাইল ফোনের জন্য প্রাণ গেল কিশোরের : ক্ষোভে গাড়িতে আগুন ঢাকা মেডিকেলে আগুন তুরাগে প্লাষ্টিক কারখানায় আগুন মির্জাগঞ্জে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সহাস্রাধিক শিক্ষার্থীদের শপথ বিরামপুরে পুলিশের জালে ধরা খেল মাদক ব্যাবসায়ী সুমন পঞ্চগড়ে এক পুলিশ সদস্যের করোনা জয় সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভাঙ্গায় কিশোর মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: আগুনতিনটি ট্রাকেসিলেটে ট্রাকের চাপায় নিহত ২