ভাঙ্গায় কিশোর মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

এহসান রানা,ফরিদপুর ; ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের চতলার পাড় গ্রাম থেকে মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এরা কিশোর অপরাধসহ মোবাইল প্রতারনা করে আসছিল দীর্ঘ্যদিন।

অবশেষে পুলিশের কৌশলে তাদের জালে আটকা পড়ে চক্রের অন্যতম সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার চতলার পাড় গ্রামের আয়নাল শেখের ছেলে আমিনুল শেখ(১৮),পশ্চিম পাথরাইল গ্রামের ইমদাদ খলিফার ছেলে সহিদুল খলিফা(১৭) ও একই গ্রামের টোকন বয়াতির ছেলে নজরুল বয়াতি(১৬)। তাদের নিকট থেকে বেশ কিছু সীম কার্ড উদ্বার করা হয়েছে।

ভাঙ্গা থানার এস.আই আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার দিবাগত রাতে সঙ্গীয় এ,এস,আই মোঃ সজল মাহমুদ,এ.এস.আই পরিতোষ মজুমদারকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য আমিনুল শেখ,শহিদুল ও নজরুল বয়াতিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।