ধোবাউড়ায় চাল পেঁয়াজসহ নিত্যপন্যের বাজারে আগুন

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

কামরুল হাসান রবি,ধোবাউড়া : করোনা ভাইরাসের অযুহাতে ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলার সদর বাজারসহ সকল হাট বাজারে নিত্যপন্যের দাম বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার গভীর সড়যন্ত্রে লিপ্ত হয়ে কৃত্তিম সংকট সৃষ্টি করার লক্ষে এক শ্রেণীর চিহ্নিত ব্যাবসায়ী গতকাল শুক্রবার হঠাৎ করে আজাহার ও জাহিদের লাঙ্গল মার্কা চাল ১৮ শত টাকার স্থলে ২৪ শত টাকা বস্তা বিক্রি করতে দেখা যায়। এছাড়া পেঁয়াজ ৪০ টাকার স্থলে ৮০ থেকে ৯০ টাকা সহ শাকসবজি, ডেটল সাবান, মাস্কসহ বিভিন্ন পন্যের দাম দ্বিগুন হারে বিক্রি অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে, তিনি বলেন এসিল্যান্ড ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহন না করলে নিত্য পন্যের বাজার ক্রেতা সাধারনের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাবে বলে অনেকে আশংকা করছেন ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাবসায়ীরা প্রকাশ্যে চাল ও পেঁয়াজের বস্তা গোপনীয় স্থানে সরিয়ে নিতে দেখা যায়। ক্রেতা সাধারনরা নিত্য প্রযোজনীয় পেঁয়াজ, চাল ক্রয় করতে চাইলে ব্যাবসায়ীরা বলছেন, চাল, পেঁয়াজ নেই ।