মোবাইল ফোনের জন্য প্রাণ গেল কিশোরের : ক্ষোভে গাড়িতে আগুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১ নিউজ ডেস্কঃ হাত থেকে মাটিতে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক্টরের (কাঁকড়া) চাকায় পিষ্ঠ হয়ে কারিউল ইসলাম (১৪) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কচিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কারিউল ইসলাম উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের লালচামার গ্রামের দছিজল মিয়ার ছেলে। নিহতের খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ক্ষোভে সেই ঘাতক ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দিলে সামনের ইঞ্জিলের বডিসহ অর্ধেক অংশ পুড়ে গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মোখলেছুর রহমান সরকার জানান, ঘটনার দিন সকাল থেকেই কচিম বাজারের পাশের জমিতে মাটি কাটার কাজ করছিলেন কারিউলসহ কয়েকজন শ্রমিক। সেই মাটি ট্রাক্টরে করে নেয়া হচ্ছিল পাশের আরেকটি জমিতে। রাত সাড়ে ৭টার দিকে বহন করা ট্রাক্টরটিতে মাটি উঠান শ্রমিকরা। পরে চালক ট্রাক্টরটি ছেড়ে দেবেন এমন সময় দাঁড়িয়ে থাকা শ্রমিক কারিউলের হাত থেকে ফোনটি চাকার সামনে পড়ে যায়। এ সময় ফোনটি উঠাতে গেলে চালকও একই সময় ব্রেক ছেড়ে দিয়ে ট্রাক্টরটি চালিয়ে যান। এতে চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় কিশোর কারিউল। এ ঘটনার পর প্রত্যক্ষদর্শী কয়েকজনসহ এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক্টরের সামনের ইঞ্জিনের বডিসহ অর্ধেক অংশ পুড়ে গেছে বলেও জানান তিনি। তবে ঘটনার পর ট্রাক্টরটির চালক ও হেলপার পালিয়ে যান। নিহতের পরিবারের কোন অভিযোগ থাকলে তা মামলা আকারে নেয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় চাল পেঁয়াজসহ নিত্যপন্যের বাজারে আগুন পঞ্চগড়ে অপমানে ক্ষোভে কিশোরের আত্মহত্যা ইউনাইটেড হাসপাতালে আগুন টঙ্গীর মরকুনে বসত বাড়িতে আগুন নারায়ণগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ঢাকা মেডিকেলে আগুন সিলেটে ট্রাকের চাপায় নিহত ২, তিনটি ট্রাকে আগুন তুরাগে প্লাষ্টিক কারখানায় আগুন গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: আগুনক্ষোভেগাড়িতেমোবাইল ফোনের জন্য প্রাণ গেল কিশোরের