কাতারের পর তুরস্কের সঙ্গে বিরোধ মেটাতে চায় আমিরাত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের পর এবার তুরস্কের সঙ্গে বিরোধ মেটাতে চায় আমিরাত। রবিবার রাতে আমিরাতের স্কাই নিউজ-কে দেওয়া বিশেষ এক সাক্ষাতকারে নিজ দেশের আগ্রহের কথা জানিছেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ। সাক্ষাতকারে গারগাশ বলেন, ‘গত মঙ্গলবার সৌদির আল উলা নগরীতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সৌদির নেতৃত্বে উপসাগরীয় সংকট সমাধানের মাধ্যমে আমিরাত কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করেছে।’ একই সঙ্গে পারষ্পরিক আস্থা প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করে গারগাশ বলেন, ‘এবার আমিরাত তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারষ্পরিক আস্থা করতে চায়।’ সাক্ষাতকারে তিনি বলেন, ‘উপসাগরীয় দেশের মানুষ সব বিরোধ নিষ্পত্তি করে সহাবস্থানের প্রত্যাশা করে। তবে বর্তমানে বিরাজমান বিরোধ মীমাংসা এগিয়ে নিতে আস্থা অর্জন জরুরি।’ তুরস্কের সঙ্গে আমিরাত স্বাভাবিক সম্পর্কে আগ্রহী হওয়ার কথা জানিয়ে গারগাশ বলেন, এক্ষেত্রে আঞ্চলিক কিছু বিষয়ে তুরস্কের নীতি পুননিরীক্ষণ করতে হবে। সম্পর্ক উন্নয়নের কথা উল্লেখ করে গারগাশ বলেন, ‘সম্পর্ক উন্নয়নের জন্য আঙ্কারাকে মুসলিম ব্রাদারহুডের সমর্থন ও সহযোগিতা প্রত্যাহার করতে হবে। তাছাড়া আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরিতে মূল কাঠামোতে ফিরে আসতে হবে। বস্তুত তুরস্কের সঙ্গে বিরোধের মৌলিক কোনো কারণ নেই।’ সূত্র : আল জাজিরা নেট Share this:FacebookX Related posts: আরব বিশ্বে সর্বপ্রথম পরমাণু চুল্লি তৈরির লাইসেন্স দিল আমিরাত মধ্যপ্রাচ্যে প্রথম পরমাণু স্থাপনা চালু করল আমিরাত আমিরাত-বাহরাইন-ইসরায়েল চুক্তি ‘মধ্যপ্রাচ্যের নতুন ভোর’ চীনা ভ্যাকসিন ৮৬% কার্যকর : আমিরাত প্রথমবারের মতো বিদেশীদের নাগরিকত্ব দেবে সংযুক্ত আরব আমিরাত চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হংকং-চীনে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম করোনা বিপর্যয়ের এক বছর, লাখ লাখ মানুষের প্রাণহানি সিনোফার্মের টিকা চীনে গণহারে ব্যবহারের অনুমতি SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আমিরাতকাতারের পর তুরস্কের সঙ্গে বিরোধচায়মেটাতে