আসছে শৈত্যপ্রবাহ, সোমবার থেকে তাপমাত্রা কমতে পারে

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

নিউজ ডেস্কঃ গত কয়েক সপ্তাহ ধরে শীতের প্রভাব অনেকটাই কম। মাঘের আগেই শীতের রেশ চলে গেছে এমনটাই মনে হচ্ছিল। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। আগামী মঙ্গলবারের মধ্যে দেশের উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ আসতে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর গত বছরের তুলনায় শীত কম পড়েছে। গত বছরের ডিসেম্বর ও জানুয়ারির তুলনায় এবছর তাপমাত্রাও কিছুটা বেশি বলে জানান তারা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, জানুয়ারি মাস বাংলাদেশের সবচেয়ে শীতল মাস হলেও এবছর উষ্ণ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ুর কারণে জানুয়ারিতেও তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি। তবে এই উষ্ণ পশ্চিম লঘুচাপ বেশিদিন থাকবে না। বিগত দশকে শীতের সময়ে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ১ দশমিক ২ সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, আগামী ২-৩ দিনের মধ্যেই পশ্চিমা লঘুচাপের প্রভাব কমে আসবে। মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা কমে আসবে।

মঙ্গলবার-শুক্রবারের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে শৈত্যপ্রবাহের সময়ও ঢাকার তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, আমরা সাধারণত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসকেই শীতকাল ধরে থাকি। তবে এবার আগেই শীত শুরু হওয়ায় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে।

গত বছর রংপুরসহ আরও কিছু অঞ্চলের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও, এবছর এমনটা হওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি জানান।