আসছে শৈত্যপ্রবাহ, সোমবার থেকে তাপমাত্রা কমতে পারে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ নিউজ ডেস্কঃ গত কয়েক সপ্তাহ ধরে শীতের প্রভাব অনেকটাই কম। মাঘের আগেই শীতের রেশ চলে গেছে এমনটাই মনে হচ্ছিল। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। আগামী মঙ্গলবারের মধ্যে দেশের উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ আসতে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর গত বছরের তুলনায় শীত কম পড়েছে। গত বছরের ডিসেম্বর ও জানুয়ারির তুলনায় এবছর তাপমাত্রাও কিছুটা বেশি বলে জানান তারা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, জানুয়ারি মাস বাংলাদেশের সবচেয়ে শীতল মাস হলেও এবছর উষ্ণ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ুর কারণে জানুয়ারিতেও তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি। তবে এই উষ্ণ পশ্চিম লঘুচাপ বেশিদিন থাকবে না। বিগত দশকে শীতের সময়ে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ১ দশমিক ২ সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, আগামী ২-৩ দিনের মধ্যেই পশ্চিমা লঘুচাপের প্রভাব কমে আসবে। মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা কমে আসবে। মঙ্গলবার-শুক্রবারের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে শৈত্যপ্রবাহের সময়ও ঢাকার তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, আমরা সাধারণত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসকেই শীতকাল ধরে থাকি। তবে এবার আগেই শীত শুরু হওয়ায় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে। গত বছর রংপুরসহ আরও কিছু অঞ্চলের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও, এবছর এমনটা হওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি জানান। Share this:FacebookX Related posts: তেঁতুলিয়ায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: আসছে শৈত্যপ্রবাহকমতে পারেতাপমাত্রাসোমবার থেকে