দৌলতপুরে শ্রমিক সংঘর্ষ

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ বিড়ি ফ্যাক্টরীতে মজুরী বৃদ্ধি নিয়ে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দৌলতপুর থানা পুলিশ।

জানাযায়, শনিবার সকাল ৭ টার সময় মজুরী বৃদ্ধি নিয়ে এ ঘটনার সূত্রপাত। পরে সকাল ১১টার সময় ঐ ঘটনাকে কেন্দ্র করে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গুড়ার পাড়ার নাজিরের ছেলে শিপুল(২৬) নামে এক বিড়ি শ্রমিক আহত হয়। আহত শিপুলকে নিয়ে বিড়ি শ্রমিক’রা আহতের বিচার এবং মজুরী বৃদ্ধির দাবীতে রাস্তা অবরোধ করে রেখেছে। এতে করে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

এব্যাপারে দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরীর মালিক শ্রমিক সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের মোতায়েন রয়েছে।